এ পর্যন্ত...এত দীর্ঘসময়, আমি আমার নিজ আত্মা ব্যতীত—অন্য কারও অধিষ্ঠান এ চিত্তে স্থাপন করতে সক্ষম হইনি।
এই দিনটাতেই তোমার সঙ্গে আমার প্রথম যোগাযোগ হয়েছিল...আমি তোমাকে হঠাৎই খুঁজে পেয়েছিলাম…এত এত মানুষের ভিড় পেরিয়ে।
যেন এক রূপকথার গল্পের মতন আমার জীবনটাও বদলে গিয়েছিল...তোমার আবির্ভাবে।
শুরুতে আমাদের এই কথোপকথন…নিছকই খামখেয়ালি গোছের হলেও, পরবর্তীতে তা রূপ নিয়েছিল—এক দৃঢ় আত্মিক আত্মসমর্পণের আবেষ্টনে। আমি তোমার কাছে ভীষণভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি...
আত্মার সম্বোধনে কোনো তুই, তুমি, আপনি হয় না…তাই, আমার হৃদয়ের সবটা জুড়ে কেবল তুমিই আছ, কিংবা তুই-ই থেকে যাবি। এই একটা বছর জড়িয়ে রেখেছিল—আমাদের অনেক স্মৃতি, ভালোলাগার মুহূর্ত; তোমার শাসন, আদর, যত্ন..এর সবটাই আমার আত্মার খুউব কাছের...যা আমি আগলে রেখেছি বুকের গভীরে।
আমাদের মধ্যে বন্ধনটা যেন—দিন যাবার সাথে আরও বেড়েছে।
জীবনের এতটা সময় বেশ কিছু মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিয়েই আমি পার করে এসেছি...যা প্রথম তোমার সংস্পর্শে থেকেই আমি সংশোধনের চেষ্টা করেছি…আমার মানসিক অবস্থানের পরিবর্তন ঘটাতে পেরেছি—নিজেকে শূন্য করতে পেরেছি।
ভালোবাসা শুধুই যে—এক রহস্যময় শক্তির পিঞ্জিরা…অনুভব করতে পেরেছি।
আমি খুবই সৌভাগ্যবান মনে করি নিজেকে…কারণ, আমি তোমাকে ভালোবাসতে পেরেছি। আমাদের সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন হলেও…আমৃত্যু আমরা পরস্পর থেকে অভিন্ন।
তুমি নিজেকে ভালো রেখো…তোমার ভালোবাসার মানুষটা যেন শুধু—তোমাকে নয়, তোমার ভেতরের সত্তাকে খুব যত্নে লালন করতে পারে।
জানো, তুমি শুধুই আমার প্রার্থনাতে থেকেছ সবসময়—কখনও এই কথাটা বলা হয়নি আগে।
আমি সময়মতো আবারও ফিরব তোমার কাছে—সেই দিনটা যেন শীঘ্রই আসে!
আমার বিশ্বাস...
তোমার আত্মকথা ছুঁয়ে যেতে—যদি আমি সত্যিই কৃতকার্য হয়ে থাকি, তবে আমি নিশ্চিতভাবেই তোমার সাক্ষাৎ পেতে বাধ্য। কেবল এই জাগতিক সুখকে আলিঙ্গন করতে…নই আমি উন্মুখ—বরং, আমি তোমার জীবনসন্ধ্যাযাপনে আগ্রহী।
সাধারণত আমি কারও কথাই শুনি না। তবে, আমি তোমাকে আমার গুরু মানি, কেননা তোমাকে স্পর্শ করেই আমি আমার চৈতন্যকে জাগাতে পেরেছি।
তুমি আমার হাতটা ধরলে মনে হয়, আমার ভালোবাসার মানুষটা একমাত্র তুমিই, আমার অনুভূতির একান্ত সাক্ষী তুমি।
তোমার মুখটা যেদিন স্বপ্নে খুব স্পষ্ট করে দেখেছিলাম, আমি সেদিনই বুঝেছি—আমার আত্মার শ্রেষ্ঠ শুদ্ধতম অনুভূতির কক্ষজুড়ে কেবল তোমারই বসবাস।
আমি জানি, সামনের পথটি হতে চলেছে আমার জন্য ভীষণ কঠিনতর। মানসিকভাবে খুবই বিপর্যস্ত একটি সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে আমাকে এখন…
আমি জানি না—এর থেকে মুক্তির উপায়।
এই মুহূর্তে, জড়িয়ে ধরে কাঁদার মতন একজন মানুষও যদি পাশে পেতাম…
যেন মনে হচ্ছে...আমার একটুকরো ছোট্ট পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই।
তুমি আর্শীবাদ কোরো...আমার জন্য।
এই মুহূর্তে, আমার সময়কাল জুড়ে…তুমিই ছিলে একজন—যার জন্য আমার অনুভূতিগুলো এখনও জীবন্ত।
বিদায়।