বিচ্ছেদের প্রহার



দীর্ঘতর অপেক্ষার ক্রান্তিলগ্নে এসে,
আপনার সাক্ষাৎ যেন—
আমার ভাবনার আকস্মিক রদবদলে,
প্রণয়ের চিত্র উন্মোচন করতে বাধ্য করল।

এ সত্তা জুড়ে আপনার অধীরতা—
আপেক্ষিক জাগতিক সুখের ঊর্ধ্বে;
আপনার ভাবনার সমগ্র অংশ—
আমার হৃদয়ে ক্ষতের প্রাচুর্যলাভে বিমোহিত।

প্রস্থান যেখানে অনিবার্য—
সুখের অনুভূতি অনিশ্চিত,
প্রাপ্তির সন্ধান অশোভনীয়,
আত্মিক আলিঙ্গনে আপ্লুত
বিচ্ছেদের প্রহার নির্বাসিত।