বিগত যৌবনের শব

সাগরের পথটা কত দূর, মনামী?
আমায় বলে দাও...
ঘুমভাঙা ভোর থেকে
আমি হাঁটছি।




সেখানে আমি
আমার শব হারিয়েছি—
সযত্নে লালিত
আমার যৌবনের
শব!




মনামী,
শুধু আমায় বলে দাও,
আর কতদূর সে পথ!




আমি দেখব,
সেখানে জোয়ার এসেছে নাকি!
Content Protection by DMCA.com