সাগরের পথটা কত দূর, মনামী?আমায় বলে দাও...ঘুমভাঙা ভোর থেকেআমি হাঁটছি।
সেখানে আমিআমার শব হারিয়েছি—সযত্নে লালিতআমার যৌবনেরশব!
মনামী,শুধু আমায় বলে দাও,আর কতদূর সে পথ!
আমি দেখব,সেখানে জোয়ার এসেছে নাকি!