জানিস, এই পৃথিবীতে আমি যদি কাউকে
আমার কঠিন সত্যিগুলো বলে থাকি—
সে একজনই, একমাত্র তুই…কিংবা তুমি।
আমার যা সত্য, তা যদি তোমার চোখে উপহাস হয়—
আমার যা পাথর, তা যদি তোমার কাছে নরম মাটি হয়ে যায়—
সে দোষ তোমার নয়…হয়তো দৃষ্টিভঙ্গির ভিন্নতায় এমন ঘটে!
আমি যখন দুঃখের কথা বলি,
তখন যদি আমার ভার তোমার বিরক্তির কারণ হয়ে ওঠে—
তবু বিশ্বাস করো, আমি হাসি না…
শুধু অনেক কষ্টে কান্না চেপে রাখি, শুধুই তোমার জন্য।
তোমাকে একটা কথাই বলি, শুনে রাখো—
তোমার কাছেই আমি বার বার ফিরি,
ভুলে যাবার মতো কেউ ছিলাম না কখনও…
আর হবও না।