বরং আমায় ছুড়ে ফেলো

ভালোবাসতে না পারার চাইতে বিশ্বাস করার অভিনয় অনেক কঠিন, আমি জানি। 
আমায় বরং তুমি ঘৃণা করো, তবু অভিনয় করার ঝামেলায় যেয়ো না, অবনীশ।




বিশ্রি রকমের যন্ত্রণা থাকে এতে! তোমাকে পুড়িয়ে খাক করে দেবে।
আপন মানুষকে অবিশ্বাস যে বড্ড ভয়ানক!




আমি তো তোমার আপন‌ই ছিলাম, বলো?
আমি তো তোমায় চিনি, তুমি নাহয় না-ই চিনলে আমায়।




আমি জানি, এ যন্ত্রণা তোমায় কুরে কুরে খাবে।
তাই বলছি, বরং মুছে নাও আমায় জীবন থেকে,
ছুড়ে ফেলো যত দূর পারো,
ভিড়ে ফেলে রেখে চলতি কোনো ট্রেনে উঠে পড়ো,
আমায় ভাসিয়ে নিক সমুদ্রের ঢেউ, ফিরে পর্যন্ত তাকিয়ো না।




নয়তো, আরও একবার বিশ্বাস করেই দেখো,
কতটা ঠুনকো ছিল তোমার অবিশ্বাস, তুমি টের পাবে।
তুমি বুঝে যাবে, আমায় ছেড়ে যাবার কী মারাত্মক ভুল করছিলে তুমি!
ভরসার কফিনে পেরেক ঠুকে দাও আর‌ও একটা…শক্ত করে।
ভরসাহীন আর কত চলবে?




এবার একটু বিশ্রাম নাও,
নইলে নির্ঘাত শেষ হয়ে যাবে, অবনীশ।
অবিশ্বাসের স্তূপে দাঁড়িয়ে কে কখন শান্তি ছুঁয়েছে বলো?