১. আমাদের আশেপাশে অনেকেই নিজেদের নির্দিষ্ট-করা কিংবা পছন্দ-করা পার্টনারের সাথে সেক্স করছে। আবার একই মানুষ একাধিক জনের শয্যাসঙ্গী বা শয্যাসঙ্গিনী হচ্ছে। ভাবছে, আহা...কত ভালো আছি, এর নামই তো সুখ! অথচ এদের কারও সাথে কারও আত্নার কোনো সংযোগ নেই। ব্যাপারটা নিয়ে ভাবলে মনে হয়, আত্মার উপস্থিতিই নেই অনেকের মধ্যে।
২. ভালোবাসা আমাদের জন্য তৈরি হয়নি, আমরাই তৈরি হয়েছি একে অন্যকে ভালোবাসার জন্য।
৩. ইমোশন বদলাতে দু-মিনিটও লাগে না কখনও কখনও, কিন্তু নিজের একটা ইমেজ তৈরি করতে পারলে জীবনে কখনও ইমোশনের পেছনে ঘুরঘুর করার প্রয়োজনই তেমন-একটা হয় না।
৪. সত্যিই কিছু খুঁজে পেতে চাইলে মানুষের চোখে খোঁজো; ঠোঁট তো মিথ্যে বলেই অভ্যস্ত।
৫. যার বয়স যত বেশি, সে তত সুন্দর, কারণ তার মুচকি হাসিটাও বহু অল্পবয়স্ক মানুষের অট্টহাসিকে অভিজ্ঞতা দিয়ে উড়িয়ে দিতে জানে।
৬. এখন পর্যন্ত একমাত্র সুখের খবর এই যে, টাকা দিয়ে সব কিনে ফেলা যায় না।
এখন পর্যন্ত একমাত্র দুঃখের খবর এই যে, টাকা দিয়ে সত্যিই সব কিনে ফেলা যায় না।
৭. ধনী, অভিজাত, রুচিশীল…এগুলো বইয়ের ভাষায় সমার্থক হলেও বাস্তবে কিন্তু এরা মোটেও সমার্থক নয়।
৮. যেদিন থেকে মানুষ বয়সকে সত্যি সত্যিই শুধু একটা সংখ্যা ভাবতে শুরু করে, তার বয়স সেদিন থেকে কমতে থাকে।
৯. সারারাত কিংবা গভীর রাত পর্যন্ত জেগে থাকে যারা, তাদের সবাই-ই কিন্তু সাধক নয়, কেউ কেউ স্রেফ জীবনের প্রতি ক্লান্ত। অধিক ক্লান্তিতে ঘুম পালায়।
১০. কিছু কিছু ব্যাপার নিজের কাছেও গোপন রাখতে হয়, অথচ আমরা পেটের সব কথা কাউকে-না-কাউকে বলে দেওয়াটাকেই আরামদায়ক মনে করি!