আমি তোমার কাছ থেকে মুক্তি চেয়ে দেখলাম—
এতখানি যন্ত্রণা আমায় আগে কক্ষনো স্পর্শ করেনি।
আমি তোমার দৃষ্টিতে নিজেকে বন্দি করে দেখলাম—
এতটা অসহায় আমার কখনোই লাগেনি।
আমি তোমার নিঃশ্বাসের দূরত্বে বাঁচতে চাইলাম—
এতটা গভীর প্রণয়ে আমি কক্ষনো ডুবিনি।
আমি তোমার বুকে মাথা রেখে বুঝলাম—
এতখানি নিঃসঙ্গ রাস্তায় আমি কক্ষনো হাঁটিনি।
আমি তোমায় ভালোবাসতে চাইলাম—
এতটা পরাজিত আমি আর কখনো হইনি।
আমি তোমার ঘরে আমার আসন দেখলাম—
এত বেশি তীব্র আরাধ্যে আমি কক্ষনো নিমগ্ন হইনি।
আমি তোমার ওষ্ঠযুগলে আমার যন্ত্রণা ছোঁয়ালাম—
এতটা শান্তির স্পর্শ আমি কক্ষনো খুঁজিনি।