বন্দিত্বের স্বাদ



এমন কোনো লেখা আমি এ অবধি
লিখতে পারিনি—
যেখানে তুমি নেই।

এমন কোনো অনুভূতিকে
আমি আশ্রয় দিইনি—
যাতে তোমার স্পর্শ নেই।

এমন কোনো শব্দ
আমি উচ্চারণ করিনি—
যা আমাদের ভালোবাসার সাক্ষাতে নেই।

এমন কোনো কল্পনায়
আমি ডুবে থাকি না,
যেখানে তোমার উপস্থিতি নেই।

এমন কোনো স্বীকারোক্তি
আমি দিই না,
যাতে তোমার শরীরের ঘ্রাণ নেই।

এমন কোনো পিছুটানে
আমি বন্দি নই—
যার ভেতরে তোমার ভালোবাসা নেই।