আমার বিভিন্ন লেখায় বই কেনা নিয়ে অনেক কথা লিখেছি। আমি বই কিনতে ভীষণ পছন্দ করি। বইয়ের স্তূপ শেলফ ছাড়িয়ে বাইরে এসেছে, ঘরে নতুন বই রাখার জায়গা হয় না, তবু বই কিনি, কিনতেই থাকি। আমার সংগ্রহে বই আছে প্রায় সাত হাজারের কাছাকাছি, যার ছয় হাজারই আমার চট্টগ্রামের বাসায় রেখেছি। বাকিগুলো সাথে নিয়ে ঘুরি। আমার বই বহন করার ক্ষমতা অসীম। সরকারি কর্মচারীরা যাযাবর জাতি। কিছুই করার নেই।
দুঃখ একটাই, বইগুলি পড়া হয় না। বই পড়লে লেখা হয় না, মুভি দেখা হয় না। বিশেষ করে, লিখতে অনেক সময় লাগে। অফিস করার পাশাপাশি লেখার কাজটা করতে গিয়ে প্রায়ই বেশ পরিশ্রম করতে হয়। ফলে, বই জমতেই থাকে। পড়া হয় না, তবু আশেপাশে হাতের নাগালে বই দেখলে ভাল লাগে, সাহস পাওয়া যায়।
বই কেনা ও বইপড়া সংক্রান্ত আমার পুরনো কিছু লেখা জড়ো করে এ নোটটি সাজিয়েছি। হয়তো অনেকেরই কাজে আসবে।