ফিরে আসব

আমাকে দুমড়ে-মুচড়ে ফেললেও আমি ফিরে আসব তোমার ষোড়শী প্রেমিকা হয়ে।
 
আমাকে কাপড়-নিংড়ানো জলের মতন নিংড়ে ফেললেও আমি ফিরব তোমার মাঝরাতের অশ্রু হয়ে।
 
আমাকে খাবলে-খুবলে ছিড়ে ফেললেও আমি নতুন-বোনা লাল তাঁতের শাড়ি হয়ে ফিরব।
 
আমাকে রক্তাক্ত করে মাটিতে ফেলে রাখলেও আমি আগরবাতির ধোঁয়ার রূপ ধরে আসব।
 
আমাকে অবহেলায় ঠেলে দিলেও আমি তোমার পুকুরজুড়ে পানাফুল হয়ে ফুটব।
 
আমাকে টিস্যুর মতন মুড়ে ফেললেও আমি আসব নবান্নের বিন্নিখই হয়ে।
 
আমাকে উচ্ছিষ্ট তরকারির মতন ফেলে রাখলেও আমি আসব পুঁইলতার বেশে।
 
আমাকে ফেরাতে পারবে না, জেনে রাখো। আমি আসবই।
Content Protection by DMCA.com