প্রেম থাকে না বলেই নাকি
এমন হয়।
শক্ত ঘরের ভিত টেকে না,
আঁচল ছুঁয়েও সুখ মেটে না,
মোহন বাঁশির সুর বাজে না,
সপ্তডিঙায় মন সাজে না।
প্রেম থাকে না বলেই নাকি
হিজিবিজি খাতায় আঁকি,
উলটো দিকে হঠাৎ করে
বাতাস বয়।
প্রেম থাকে না বলেই নাকি
এমন হয়।
মূল্যবোধের গোড়ায় দেখি
ভয়াল ক্ষয়।
সবুজ বনের শোভন গাছে
দোয়েল নাচে, ফিঙে নাচে।
তবু যেন চোখের তারায়
কোন জাদুকর আবেশ ছড়ায়,
নিজেই হারি নিজের কাছে—
দাবা কিংবা জুয়ার ধাঁচে।
প্রেম থাকে না বলেই নাকি
খড়কুটোকেই আঁকড়ে থাকি,
সবুজ তৃণের ভাঁজে খুঁজি
বরাভয়।
তোমার কাছে ফুল চেয়েছি,
ঝড়ো স্রোতেও দাঁড় বেয়েছি;
মন-ভোলানো হাজার কথা,
ভুলে যাবার অক্ষমতা,
দাহে জ্বলন ধিকি ধিকি…
প্রেম ছিল না বলেই শিখি।
প্রেম থাকে না বলেই যদি
এমন হয়,
সব কিছুতেই মন পরাজয়
কেন সয়?
হয় না কেন সবুজরাঙা
লড়াই-দ্রোহ-দহন-দাঙ্গা?
যায় না আকাশ মেঘে ঢেকে
সব জুয়াড়ির কোমর বেঁকে?
হয় না কেন মোহন ছবি,
যেমনটি ঠিক সাজেন কবি?
প্রেম থাকে না বলেই নাকি
আবোল-তাবোল প্রশ্ন রাখি,
বিলাপ-প্রলাপ বকে করি
সময় ক্ষয়!