শরীর ছুঁলে—কতটা অধিকারবোধ জন্মায়?
অভিমান—কতখানি দূরত্বের জন্ম দেয়?
তোমাকে কাছে পাবার মুহূর্তটা—
কতবার জ্যান্ত করা যায়?
কতখানি পথ একসাথে হেঁটে গেলে—
আর পিছনে ফিরে তাকাতে হয় না?
কতবার চোখের আড়াল হলে—
প্রতীক্ষারা নিশ্চুপ হয়ে যায়?
কতগুলো নিঃশব্দ রাত একসাথে কাটালে— তোমার আলিঙ্গন চিরস্থায়ী হয়?
কতটা ভালোবাসতে পারলে...
মৃত্যু সহজ হয়?