প্রেমের বিকাশে

জানি, আমার পায়ের শব্দ রাত্রে দিনে শুনতে তুমি পাও,
খুশি হয়ে তখন তুমি পথের পানে চাও।
খুশি তোমার ওঠে ফুটে ওই শরৎ-আকাশে
অরুণ-আভাসে।
খুশি তোমার ফাগুনবনে আকুল হয়ে পড়ে
ফুলের ঝড়ে ঝড়ে।


আমি যতই চলি তোমার কাছে
পথটি চিনে চিনে,
তোমার সাগর যেন ততই নাচে
দিনের পরে দিনে।


জীবন হতে জীবনে, যে পদ্মফুলটি তার ঘোমটা খুলে খুলে
ফোটে তোমার মানস-সরোবরে,
সূর্য-তারা ভিড় করে তাই ঘুরে বেড়ায় কূলে কূলে
অসীম কৌতূহলের ভরে।


তোমার জগৎ আহা আলোর মঞ্জরি
পূর্ণ করে তোমার সকল অঞ্জলি!
তোমার লাজুক স্বর্গ আমার গোপন আকাশে,
একটি একটি করে পাপড়ি খোলে প্রেমের বিকাশে।
Content Protection by DMCA.com