: তুই তাহলে লেখালেখিটা ছেড়েই দিলি? : হুঁ। : কেন অমন করলি রে? সব ব্যাপারেই তোর হেঁয়ালিপনা! : আপনিও তো আমাকে ছেড়ে দিলেন, সমর! কই, আমি তো আপনার হেঁয়ালিপনাকে দোষ দিইনি! : আমি ছেড়েছি? আর ওসবের সাথে লেখার সম্পর্ক কী? : জানি না। কিন্তু আমাকে দিয়ে আর ওসব লেখা-টেখা হবে না। : আবার শুরু কর। তুই পারবি। : সমর, আপনিও শুরু করুন। আপনিও পারবেন। : বাজে বকিস না। : হা হা হা. . . বকাচ্ছেন তো নিজেই! : তুই অনেক অনেক ভালো লিখতিস। : অনেক অনেক ভালোও যে বাসতাম! : সেজন্যই তো চলে যেতে হয়েছে আমাকে। তোর ভালোবাসা ভাগ হয়ে গিয়েছিল। : ভাগ মানে! আমি আপনাকে ভালোবাসি, সমর। আর লেখালেখি তো আমার ভালোলাগা। : প্রেমিক কখনোই প্রতিদ্বন্দ্বী সহ্য করে না।