প্রিয় কিছু অপারগতা



তুমি দুঃখ ছুঁয়েছ বলে—
আমি বৃষ্টি চেয়ে যাই...

তুমি আমায় ভুলেছ বলে—
আমি তোমাতে থেকে যাই...

তুমি আকাশ দেখতে চাওনি—
আমি দেখেছি তোমার চোখ...

তুমি বলোনি 'ভালোবাসি'—
আমি এসেছি এতটা দূর।

তুমি সুরেই চিনেছ আমায়,
খুঁজেছ পুরোনো দিন...

আমি মায়ায় বাঁধতে পারিনি—
করেছি শুধুই ভুল।