: কাঁদছিস কেন, পাগলি?
: তোকে খুউব মনে পড়ছিল।
: তাই বুঝি পুরোনো লেখাগুলো দেখছিস?
: তোর ফেরার সম্ভাবনা কতটুকু?
: কাঁদবি না গাধার মতো! আর, ফিরব কী রে? আমি তো আছিই!
: তোর অবহেলাও যদি কখনো আপন মনে হয়…তাহলে ভালোবাসা কতটুকু বাড়বে? তোকে খুঁজে না পেলে ভীষণ দিশেহারা লাগে।
: তুই আমাকে একেবারে অবিকল বুঝতে পারিস, তোর সব লেখা পড়ে এটা আমি নিশ্চিত।