প্রার্থনায় ফেরা



কতটা সময়ের অপচয়ে...
বাঁচতে শেখা যায়?

কতখানি দীর্ঘশ্বাসের ভিড়ে...
মানুষ চেনা যায়?

কতখানি আবেগশূন্য হলে...
প্রত্যাশা কমে যায়?

কতখানি ভালোবাসায় মগ্ন হলে...
প্রার্থনায় ফেরা যায়?

কতদূর নিঃশব্দে সরে গেলে...
অশ্রু ফুরিয়ে যায়?

কতগুলো মুহূর্তে তৃপ্ত হলে...
তোমায় ভোলা যায়?