প্রস্থানের আশঙ্কায়



তুমি কি সত্যিই বোঝো না—
কতটা অস্থিরতায়...
আমি আমার দিনগুলো কাটাই?

তুমি কি এক বারও দেখো না—
আমার রক্তাক্ত চোখের দৃষ্টিতে...
তোমাকে কাছে পাবার
তীব্র আকুলতা কতখানি বেশি?

তুমি কি জানতে চাও না—
প্রস্থানের আশঙ্কায় আমি কতখানি উদ্বিগ্ন?
তুমি কি পেছন ফিরে দেখবে না—
তোমার স্মৃতি আমায় কতটা পোড়াল?

তুমি কেন কখনও শুনলে না—
মাটিচাপা কান্নার আর্তনাদে...
আমার আফসোস কতটা জোরালো?

তুমি কি তবে চিনলে না—
আমায় আজ‌ও?
সুখের আলিঙ্গন ভুললে না কেন তবুও!