প্রশ্নের মতন উত্তর

১.
: কীভাবে বাঁচলে সফলতা আসবে?
: জীবনে টিকে থাকার নামই সফলতা।




২.
: সন্দেহ কী?
: ওটা ভালোবাসারই একটা অংশ কিংবা পুরো ভালোবাসাই।




৩.
: মানুষের মন খারাপ হয় কেন?
: মানুষ শিল্প বোঝে, সৃষ্টি বোঝে; তাই মন খারাপ করতে বাধ্য হয়।




৪.
: আমার কপালে কী লেখা আছে, বলতে পারো?
: অবশ্যই দুঃখ লেখা আছে। সুখ তো হৃদয়ে লেখা থাকে।




৫.
: আমি কি খুব খারাপ মানুষ?
: মানুষের তো খারাপই হবার কথা।




৬.
: তুমি কাকে ঘৃণা করো?
: যখন ভালোবাসতে জানতাম, ঘৃণা করতেও জানতাম। ভালোবাসতে জানি না আর, ঘৃণারও জায়গা নেই তাই।




৭.
: তোমার কোন ফুল পছন্দ?
: যে ফুলের ঘ্রাণ নেই।
: কেন!?
: ওর কাছে কারও কোনো প্রত্যাশা থাকে না। কেবল ওই ফুলটাই বাঁচতে পারে। যাদের ঘ্রাণ আছে, ওরা তো সব মৃত।




৮. 
: মৃত্যুর রং সফেদ কেন?
: শান্তির রংও তো সাদাই।




৯.
চিঠিতে কী লিখেছ!
এভাবেও মেরে ফেলা যায়!




১০.
: স্বপ্ন কি মানুষকে সত্যিই বাঁচিয়ে রাখে?
: ওসব মিথ্যে কথা। তাহলে আমিও বেঁচেই থাকতাম।
Content Protection by DMCA.com