তোমাকে ছুঁয়ে থাকার—
প্রত্যাশা জন্মালে কী করব?
আমি একমাত্র...
তোমাকে ভেবেই লিখতে পারি;
তোমার স্পর্শেই—আত্মগ্লানি মুছতে জানি;
তোমার চোখে তাকিয়েই...আমার অনুভূতি জ্যান্ত রাখি;
তোমার উপেক্ষা মেনেই...বাস্তবতায় হাঁটতে শিখি;
তোমাকে জড়িয়ে ধরেই...সময়ের হিসেব রাখি;
তোমার কণ্ঠে—উচ্চারিত শব্দের ভিড়ে, আমি স্বপ্ন দেখি।
জানো তো,
প্রত্যাশা এবং সৃষ্টি—
কক্ষনো সহাবস্থানে থাকতে পারে না।