প্রত্যাবর্তনে অন্যস্বর



একটা অনুভূতিহীন যন্ত্রণার খামে
তোমায় বন্দি রাখলে কেমন হয়?

প্রত্যাবর্তনের কোনো প্রত্যাশা রেখো না।
তুমি তো কোনোদিন আমায় খোঁজোনি—
আমিই শুধু পাগলের মতো
অন্তহীনতায় খুঁজে বেরিয়েছি তোমার!

"বিরতিহীন যাত্রার মৃত্যু নেই"—
এই কথাটা বোধ হয় ভুল।

সত্যিই যদি মৃত্যু না থাকত,
তবে তোমায় আমি ঠিক খুঁজে পেতাম।
Content Protection by DMCA.com