সমাপ্তির দ্বারপ্রান্তে এসে উপস্থিত হলো একজোড়া বিস্ময়কর চোখ, যা উপেক্ষা করা সম্ভব নয়।
আমার এমন প্রস্থান মেনে নিতে যে তুমি পুরোপুরি ব্যর্থ, তা জেনেছি পদদলিত স্মৃতির সন্নিধানে। এ বিহ্বল দৃষ্টির অনন্ত ক্ষরণে স্তম্ভিত পুনর্মিলন যে এতটা যন্ত্রণাদায়ক হতে পারে, কেউই ভাবতে পারিনি।
স্পষ্টভাবে প্রকাশিত শরীরী মোহনীয়তাকে দৃষ্টিগোচর করেছিল তোমার নীরবতা, যেন সে মৃত্যুঞ্জয় মন্ত্রে উদ্বুদ্ধ ধ্রুবতারার আকস্মিক বিচ্যুতিতে দিশেহারা।
তোমার প্রত্যাগমনে দীর্ঘ অপেক্ষার হলো অবসান। তোমার নিবাস নয় যে-কোনো বিগ্রহে—জাগতিক ভান হৃদয়ের স্থিরতা নষ্ট করে, মাধুর্যকে করে নিঃশেষিত।