তুমি কি আজ বৃষ্টিতে ভিজছ?
ঝুমবৃষ্টিতে ভিজে-যাওয়া অনুভূতি,
তোমার ভেজা চুলের সুঘ্রাণ,
তোমার চোখের পাতায় জমে-থাকা...
এককণা বৃষ্টির ফোঁটা,
এ সবই আমার ভীষণ ভালোলাগার।
তোমার কাঁপা গলায় আমাকে 'ভালোবাসি' বলে...
একবার ভুল করে জড়িয়ে ধরবে?
কেন এলে না তুমি?
তোমার ভেজা মনটা আমার থেকে যত্নে...
আর কে আগলে রাখে, বলো?
এত প্রতীক্ষাশেষে বৃষ্টি ঝরে,
তবু তুমি আসো না।