তোমার দুটি চোখের কাজলে লুকিয়ে-থাকা অসহ্য যন্ত্রণার প্রতিচ্ছবি আজ তোমার চাহনিতে সুস্পষ্ট। তোমার ওই চশমার দুর্বোধ্য ব্যারিকেড ভেঙে বেরিয়ে এসে দ্রোহাচরণ করছে একদল লুক্কায়িত অশ্রুধারা। তোমার ওই শেষবেলার বেহায়াপনায় পুরো সায় দিয়ে ওকেই ভালোবাসায় সংজ্ঞায়িত করতে…ব্যস্তানুপাতিকভাবে নয়, বরং সমানুপাতিকভাবেই কিছু অনুভূতি প্রকাশ্যে এগিয়ে চলেছে জোরকদমে। তাই তোমার সমস্ত বিষণ্ণতার ক্রিয়া আর শান্তির প্রতিক্রিয়ায় আজ পথভোলা কোনও পথিকের আন্তরিক নিবেদন শুধুই প্রতিধ্বনিত হয়ে চলেছে…ছায়ায়, কায়ায়, এমনকি মায়ায়! শুনতে কি তুমি পাও, কন্যা?