প্রতারক

কত সহজেই কেউ কেউ, অবশ্য পরিসংখ্যান বলে, বেশিরভাগ মানুষই, হোন তিনি উচ্চপদস্থ বা নিম্নপদস্থ, হোন তিনি উচ্চমানসিকতার মুখোশধারী বা নিম্নমানসিকতার প্রকাশকারী, কিংবা হোন মহান হবার সম্মানিত উপদেষ্টা বা স্বার্থপরায়ণ কপটাচারী,---যে কেউই এ দলে অন্তর্ভুক্ত হতে পারেন,---তাঁরা নির্মম এবং চরম সত্যগুলোকে একনিমিষে অস্বীকার করেন, ইচ্ছাকৃত ভুলগুলোকে সুকৌশলে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে এত বড়ো বড়ো কথা যে বলেন…তা সত্যিই অবাক করার মতো একটা বিষয় মনে হয় কখনও কখনও!


হ্যাঁ, মানছি, কেউ হয়তো এসব জানে না। কিন্তু তিনি নিজে তো জানেন! তার পরেও এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে তাঁর ব্যক্তিত্বের সাথে বেমানান কোনও বিষয়ে এত বড়ো বড়ো কথা বলতে এতটুকুও গলার স্বর কাঁপে না! একটা বারও কথা আটকে যায় না!


কী এক পরিপক্বতার সাথেই চলতে থাকে তাঁদের নিপুণ অভিনয়! এমনকি তাঁরা দোষস্বীকার বা অনুশোচনা করা তো দূরস্থ, বরং অন্য মানুষকেই, দিনশেষে…দোষী, স্বার্থপর এবং এ জাতীয় আরও কিছু উপাধি উপহারস্বরূপ দিয়ে দেন। সেই মানুষটিকে ক্ষতবিক্ষত করে, সগর্বে পদদলিত করে বীরের মতো নিজপৃথিবীতে আস্ফালন করেন!


হায় রে মানুষ! আর বাকি রইল কষ্ট, ভালোবাসা, মানবিকতা, এবং আরও কিছু কিছু এরকম মহামূল্যবান বিশেষণ! এসব তো তাঁদের জন্য কেবলই বিলাসিতা মাত্র!


ওদিকে কিছু দুর্বল মনের মধ্যবর্তী মানসিকতার বোকা মানুষ তাদের কিছু আত্মঘাতীসম ব্যক্তিগত অনুভূতির কারণে, চরম অপারগতায়, অসহায়ের মতো করে হলেও এই প্রতারকগুলোকে ঠিকই এমন সগর্বে মিথ্যেবুলির ঝরনা ঝরাতে প্রতিনিয়তই প্রশ্রয় দেয়, আর দিনশেষে নিঃস্ব হয়ে পথের ভিখিরির বেশে আবার পথেই ফিরে যায়!


ওরা বোঝে সবই, তা-ও, ওসব মুখোশধারীদের দেখলে মুখ ফুটে একবারও বলতে পারে না…তুই প্রতারক!
Content Protection by DMCA.com