শেষ স্মৃতিতে থেমে...
তুমি হাতটা ধরতে চাইলে;
আমি আবছা অন্ধকারে একা
ভাবছি তোমার কথা।
অবশেষে বুঝেছি,
যা-কিছু আমার নামে রাখা—
তার সবটাই মরীচিকা।
ক্ষীণ আলো,
তীব্র অনুভূতি,
দৃঢ় সংকল্পের প্রারম্ভিকে—
প্রতীক্ষমাণ সেই রাত...
সামান্য তিরস্কার ফুরোলেই,
আবেশিত স্পর্শের অনুনাদ।
ধুলোজমা পৃষ্ঠায় পৃষ্ঠায়...
লেখা আমার ছদ্মনাম,
আকস্মিক কণ্ঠে উচ্চারিত...
প্রণয়ের প্রলাপ।