প্রণয়ের পথরেখা



তোমাকে ছুঁয়ে যেতে অপেক্ষা করে
এক দীর্ঘপথের সুর...
তোমাকে ভালোবাসতে নিমগ্ন থেকেছে
অপ্রাপ্তির দীর্ঘঅসুখ।

তোমার ঠোঁটে চুমু আঁকতে
বিফলে গিয়েছে আঁধারের গুঞ্জন,
তোমার অস্থিরতা সামলাতে
অপ্রস্তুত থেকেছে খোলাচুলের উদাসীনতা।

তোমার ঘোরলাগা চোখে
রক্তাক্ত থেকেছে অসমাপ্ত অভিমান—
পরিতৃপ্ত প্রণয়ের অবাক আলাপনে
তোমায় খুঁজেছে সত্য।

ঘোলাটে মুহূর্তের উদ্‌বেগ ছাপিয়ে
তুমি আজ‌ও অনিবার্য—
সত্যের আড়ালে চাপা-পড়ে-থাকা
সত্যই যেন আজ পথ হারিয়েছে।

সব পথ বন্ধ,
তবুও অনিশ্চয়তার পরিবর্তিত রেখা পেরিয়ে
তুমিই হয়ে আছ
এই হৃদয়ে একমাত্র চিরসত্য।