তুমি তো জানো না,
আমি তোমার লেখা শব্দগুলো ভুলতে পারি না—
আজও পড়ি,
ছুঁয়ে ছুঁয়ে দেখি!
তুমি তো বোঝো না,
আমি তোমাকে কেবল ভালোই বাসি না—
তোমার ভালোতে বাস করি!
তুমি তো জানো না,
আমি তোমাকে শুধু শুনিই না—
তোমাকে আত্মস্থ করি।
তুমি তো জানো না,
আমি তোমার লেখা শব্দগুলো ভুলতে পারি না—
আজও পড়ি,
ছুঁয়ে ছুঁয়ে দেখি!
তুমি তো বোঝো না,
আমি তোমাকে কেবল ভালোই বাসি না—
তোমার ভালোতে বাস করি!
তুমি তো জানো না,
আমি তোমাকে শুধু শুনিই না—
তোমাকে আত্মস্থ করি।