ভ্রান্ত এই শরীর যেন মনের অজান্তেই স্থির হয়ে এল! আমি মৃত্যুর খুব কাছাকাছি চলে গিয়েছিলাম—ঠিক তখনই প্রকৃতি আমায় তোকে উপহার দিয়েছে। আমি তোর মুখটা কল্পনায় এনে, ভীষণ শান্তি অনুভব করতে শুরু করলাম…
মৃত্যুযন্ত্রণা কতখানি পীড়নের, তা জানার চেষ্টা না করেই, তোর বুকের নিঃশ্বাসে ডুবে যেতে থাকলাম! সবসময়ই যে এমনভাবে ফিরে আসা সম্ভব হবে—তার নিশ্চয়তা একেবারেই নেই। সত্যি বলতে, এই পৃথিবীতে কারও-না-কারও ভালোবাসাই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে…অথবা, কাউকে গভীরভাবে ভালোবেসেই আমরা বেঁচে আছি।
পুনশ্চ। এই প্রস্থান অসম্ভব। আত্মতুষ্টির দ্বারপ্রান্তে এসে, কিঞ্চিৎ আপত্তি কেন জানিয়ে চলেছেন?
ইন্দ্রিয়ের বশীভূত হয়ে, মিথ্যে কল্পনার আতঙ্কিত প্রহরের মধ্যভাগে...একরাশ দীর্ঘশ্বাসের দেখা মিলেছে! তবুও শেষপর্যন্ত অপেক্ষারত থেকেছি।
অথচ, মুহূর্তের স্মৃতিবিভ্রম এড়িয়ে—বিদায়লগ্নের আসন্ন অভিশাপ কারুরই কাম্য নয়। দুর্ভাগ্যবশত, আপনার সাথে আমার এ যাত্রার এখানেই সমাপ্তি।