পিছুডাকের জন্য অপেক্ষা



অপেক্ষায় থাকি—
তুই কখন আমায় পিছু ডাকবি।

তোর চেয়ে ভালো আমায় আর
কে বুঝতে পারে, বল?

আমার কষ্ট হলে—
তুই আমার স্বপ্নে আসিস,
আমার মনটা অস্থির হলে—
তুই বুকে জড়িয়ে ধরিস,
আমার যন্ত্রণা হলে—
তুই ভালোবাসিস,
আমার অনুভূতি থমকে গেলে—
তুই স্পর্শ করিস।

তোর চেয়ে বেশি আপন
আর পাবো কোথায়, বল?