পিছুটানের ছায়া




তুমি যত বার ফিরে তাকাও…
আমি জানি, তুমি কী বলতে চাও।

তুমি আবেগ প্রত্যাখ্যান করে যাও…
জানি, তুমি পুরোনো তোমাতে ফিরতে চাও না আর।

তুমি আমার শরীর ছুঁয়ে যাও…
অথচ, পিছুটান বাড়তে দাও।

তুমি আমার অশ্রু জুড়ে থাকো…
তবুও তোমার সুখ খুঁজে নিয়ো।

আমাকে বিদায় দিতে কষ্ট পেয়ো না…
আমি চাই, তুমি তোমার প্রিয় দিগন্তে ছুটে যাও।
Content Protection by DMCA.com