পিছুটানের খোঁজ



ভেবেছিলাম, তোমায় শক্ত করে জড়িয়ে ধরে... বৃষ্টিস্নানে এই অবেলা ফুরোব।
ভুলের অজুহাতে তোমার হাতটা ধরে
হারিয়ে যাব এই অজানা শহরে।
তোমার ঠোঁটে আমার নিঃশ্বাস রেখে জানাব,
তোমার স্পর্শের জন্য...
আমার অপেক্ষার প্রহর কতখানি দীর্ঘ।

চলো,
দূরের আকাশে মেঘ খুঁজে নেব।
তোমার নিঃশ্বাসে
আমার অনুভূতির ভেলা ভাসিয়ে রাখব কিছুক্ষণ।
...এভাবে আরও অনেকক্ষণ।

জানতে চাইব,
ভালোবাসো আমায়?

অতঃপর, জেনেছি—
তুমি আমার মতন ভবঘুরে নও,
তোমার পিছুটান আছে।