পালিয়ে যাবার ইচ্ছে

কোথাও-একটা পালিয়ে যে যাব, সে জায়গাটাও নেই। একটু ভরসার জায়গার বড়ো অভাব!

ইচ্ছে করে, পালিয়ে একদম একলা একলা থাকি। এমন কোনো জায়গায় যাই, যেখানে না আছে বাঘ-ভাল্লুকের ভয়, না আছে মানুষের ভয়।

আমার সব আছে, তবু আমার কিছু ভালো লাগে না। সব থাকার পরও মানুষ হয়তো মাঝেমধ্যেই এভাবে পালাতে চায়। সমাজ, সংসার, বন্ধু, আত্মীয় সবার থেকে দূরে থাকতে চায় কিছুটা সময়ের জন্য।

আমার কিন্তু সমাজ-সংসারের সাথে কোনো বিরোধ নেই। আমার যাবতীয় সব সমস্যা নিজেকে নিয়ে। আমি নিজের কাছ থেকেই পালাতে চাই। ‘আমার আমি’কে আমি সহ্যই করতে পারছি না। নিজের সাথে ঠিকঠাক বোঝাপড়া করতে পারছি না।

এ জীবনে আমার নিজের চাইতে বিরক্তিকর মানুষ আমি আর দেখিনি। নিজের কাছ থেকে পালানোর রাস্তাটা কী? আমি এই সংকট থেকে মুক্তি চাই।
Content Protection by DMCA.com