উন্মাদ যৌবন, তাণ্ডব নৃত্য, উত্তাল বেগে ধায় প্রবল-প্রদীপ্ত।
পদাঘাতি মহাকাল---ধূর্জটি বক্ষে, দুর্বার তেজে ছোটে মহাকালী-লক্ষ্যে।
বিদ্যুদ্বেগে ঘোরে খরসান খড়্গ, ছিন্নভিন্ন মুণ্ডু যত দৈত্যের বর্গ।
দশদিক কম্পিত অটুট সুহাস্যে, উষ্ণ শোণিতধারা বিগলিত আস্যে।
নিবিড় আঁধারভরা ধরা দিনরাত্রি, পথহারা দিশাহারা অসহায় যাত্রী।
পূর্বাশাভালে ওই প্রত্যূষ-রাঙিমা, মুছে যায় ধীরে ধীরে রাত্রির কালিমা৷
বরাভয় নিয়ে আসে মহাকালী হস্তে, ভক্তহৃদয় জপে...জয়তু নমস্তে!