পরশমণি

চিন্তা কী তোর? বল তো শুনি!
তোর হৃদয়-মাঝে রয়েছে রে
সারাজগতের চিন্তামণি!

কেন মিছে বেড়াস ঘুরে
এঁকে-ওঁকে পূজা করে?
দ্যাখ্‌‌ রে তোর নিজের ঘরে,
গুরুদত্ত পরশমণি!

দেহের মধ্যে ছ-জন কুজন,
তাদের গিয়ে করগে দমন;
ঘোচাবে তোর মধুসূদন—
যমের টানাটানি।