আমার চলে যাবার খবরটা,
আর কাউকেই দেবার নেই।
সব আপন মানুষ ঘুমিয়ে আছে।
ভোরের আজানের ধ্বনিতে
আমার ঘুম ভাঙবে না আজ।
তোমার কাছে আমি একজন অপরিচিত মানুষ জেনেও—
তোমাকেই জানিয়ে গেলাম...
আমার পরবর্তী গন্তব্য।
আমার চলে যাবার খবরটা,
আর কাউকেই দেবার নেই।
সব আপন মানুষ ঘুমিয়ে আছে।
ভোরের আজানের ধ্বনিতে
আমার ঘুম ভাঙবে না আজ।
তোমার কাছে আমি একজন অপরিচিত মানুষ জেনেও—
তোমাকেই জানিয়ে গেলাম...
আমার পরবর্তী গন্তব্য।