নেই স্পর্শের প্রত্যাশা



কার‌ও ইচ্ছের বিরূদ্ধে গিয়ে,
তার জন্য বুকের গভীরে...
ছটফটানি বাড়িয়ে—
ভালোবাসা পাওয়া যায় না,
পাওয়া যায় বরং বিরক্তি।

তোমাকে ছুঁয়ে থাকার
প্রত্যাশা বাদে—
জীবনটা সুন্দর;
অন্তত বুকের ভেতরের
অসহ্য কান্না...নিয়ম করে
থামাতে হয় না।