নীরবতার আর্তি




তোমার নিঃশ্বাসের অস্থিরতা কখনো বাড়লে…
বলতে ইচ্ছে করে—
নীরবতা ভেঙো না।

তোমার ঠোঁটের উষ্ণতায়
কখনো স্পর্শ করলে—
আমাকে পরিচয়বদ্ধ করো না।

আমার ভেতরটা জুড়ে
তোমাকে দেখতে পেলে…
অপ্রস্তুত হয়ো না।