নীরবতায় ডুবে যেতে



: তুমি কেমন আছ?
: বিষণ্ন, উদ্‌বিগ্ন।

: তবে, লিখে যেতে চাইছ...
কতগুলো মুহূর্তের স্তম্ভ?
: চিন্তার অবসানে,
ভাবনার প্রারম্ভিকে,
আবেগের ঝড়ে,
আত্মতুষ্টি বাড়াতে,
প্রত্যাশাবিহীন একটা জীবন পার করতে,
নীরবতায় ডুবে যেতে, শ্বাসকষ্ট কমাতেই...
আমি মূলত লেখালেখি করে থাকি।

: তোমার সব লেখাতেই আজ‌ও আমি?
: তুমিই তো আমি।