পোষমানা পাখি
উড়ে যায় না কখনও—
অবহেলায় মরে যায়।
কিছু অনুভূতি
প্রকাশ করা যায় না কখনও—
একটা সময় পর নির্বাক হয়ে যায়।
আদরের বিশ্বস্ত সঙ্গী...
ছেড়ে যায় না কখনোই—
অযত্নে দূরে সরে যায়।
পোষমানা পাখি
উড়ে যায় না কখনও—
অবহেলায় মরে যায়।
কিছু অনুভূতি
প্রকাশ করা যায় না কখনও—
একটা সময় পর নির্বাক হয়ে যায়।
আদরের বিশ্বস্ত সঙ্গী...
ছেড়ে যায় না কখনোই—
অযত্নে দূরে সরে যায়।