একান্ত ব্যক্তিগত নির্জন রাস্তাটি ধরে হাঁটি যখন, চোখের সামনে দেখি হাজারো মুখের ছায়া, সবকটা মুখ কাঁপতে থাকে তোমারই চোখে। যদি ওদের কারুর কাছে, তোমার সৌন্দর্যের থাকত কিছুও, ওকে কাছে ডাকতাম, হেসে বলতাম, 'অমন খুনে দৃষ্টি তুমি পেয়েছ কোথায়?' ওর মুখের শব্দ বুঝে, কিংবা দুচোখের ইশারা পড়ে... তোমায় হারিয়ে ফেলতাম, কিংবা নিজেকে খুঁজে পেতাম।