আমার অশ্রুতে কী দেখছ?—
স্বচ্ছতার ভাষা।
আমার চোখে তাকিয়ে কী খুঁজছ?—
শূন্যতার রেখা।
আমার শরীর স্পর্শ করে কী পেলে?—
কষ্টের স্বীকারোক্তি।
আবেগ পুড়িয়ে শেষমেশ আমাকেই কেন খুঁজলে?—
নিজেকে যাচাই করতে।
আমার ক্ষতে নিঃশ্বাস ছুঁইয়ে কী শুধোলে?—
প্রণয়ের আবশ্যকতা।
আমার ওষ্ঠযুগলে তোমার আবেগ কেন রাখলে?—
অর্ঘ্যের স্পৃহা জাগাতে।
আমার নীরবতায় তোমার নাম কেন লিখলে?—
শান্তির পিপাসা মেটাতে।
নিঃশব্দে সরে গিয়ে কী পেয়েছ?—
তোমার অস্তিত্বের অক্ষুণ্ণ মায়া।
নিজের সক্ষমতাকে আন্দাজ করতে পেরেছ?—
তোমাকে ভালোবাসতে পেরেছি।