নিরাপত্তা নয়, বিশ্বাস

তুমি আমার শক্তি সাহস,
ক্লান্ত বিকেল থামলে পরে একচিলতে ঘুম,
তুমি আমার ছায়াশীতল সুখের পরশ,...
খুব ইচ্ছে করে, তোমায় বাঁধি বিশ্বাসে, আরও জাপটে ধরে,
তোমার কোলে মাথা রেখে একটু জিরোই,
জীবনের বাকি অধ্যায়টুক কেবল তোমারই সাথে,
তোমারই পাশে, তোমারই ছায়ার কাটিয়ে ফেলি…


এসব শুনে হয়তো ভাবছ তুমি,
আমি নিরাপত্তার আশ্রয় শুধুই চলেছি খুঁজে,
বলবে হয়তো, এ ভালোবাসাই যে নয়!
আরও অনেক কিছুই বলবে তুমি, জানি সে সবই!


তবু আঁধারের গায়ে কান পেতে শোনো,
আমি যে কেবল চাই তোমাকেই; ভালোবাসি, তাই।
এ যে নয় কোনও আশ্রয়---নিরাপত্তার কি নির্ভরতার,
আজ অনেক বছর পর, খুব ইচ্ছে করছে,
কাউকে সুগভীর বিশ্বাসে জড়িয়ে ধরি…
Content Protection by DMCA.com