তার আলিঙ্গনপ্রিয় তর্জনীতে
ছোঁয়ালাম আমার ঠোঁট।
স্পর্শের তরঙ্গে
উন্মোচিত হয় তার আদুরে স্বভাব।
ইচ্ছার অবরোধে
বিক্ষিপ্ত, ক্ষুব্ধ শ্বাস—
পলায়ন সেখানে অর্থহীন।
নিভৃতে অশ্রুরেখার আহত সুর,
নচেৎ—
সব পথ রুদ্ধ হোক
তার পুঞ্জীভূত অভিমানে।
অভিলাষী উড়ন্ত ঘুড়ি,
পুড়ে যাও বেদনায়।
প্রণয়ের বেড়াজালে
তোমায় বোঝাব—
আমি এতটাই তোমার কাছে।
অজুহাতে গা ঘেঁষে থাকব তোমার,
নিয়মের বাইরে, নিয়তির ফাঁকে।