নিবর্তনের সম্বাধ



কতখানি অনিবার্যতা ছিল দূরত্ব বাড়ানোর?
যতখানি যত্নে রেখেছিলে আমার গভীরতম ক্ষত।

কতটুকু আশ্রয় দেবে তোমার বুকে?
যতখানি অপ্রস্তুত হয়ে তুমি আমাকে ছোঁবে।

তুমি আমাকে ছেড়ে যেতে পারবে?
তবে যে তোমার অস্তিত্ব সংকটে পড়বে—আমি তা চাই না।

তোমার ভাবনার দেয়ালে কতখানি স্পষ্টত আমার‌ই রূপ?
আমাকে ভালোবেসে তুমি যতখানি ভঙ্গুর।

তুমি কেন অমন নিষ্ঠুর?
তোমার নিঃশ্বাসে, স্পর্শে…
আমার অধিকার বাড়বে যত—
বাস্তবতায় ফিরতে ভয় পাবে তত।

তবে কি প্রস্থানই শ্রেয়?
আবেগের কমতি থাকলে—
স্মৃতিরাও হয় অসম্মানিত।