নিঃস্পন্দ রয়ে-যাওয়া



তুমি দূরে সরে—
কী বোঝাতে চাইছ আমায়?

দেখতে চাইলাম—
আমার অভিমান নিয়ে তুমি ভাবছ কি না!
বুঝতে চাইলাম—
আমার অনুপস্থিতি তোমার সময়কে থমকে দেয় কি না!
জানতে চাইলাম—
আমার ক্ষতের শুশ্রূষা তুমি করতে চাইছ কতটা!
যাচাই করলাম—
আমার কষ্টের ভারটা বইতে তুমি প্রস্তুত কি না!
ভিক্ষা চাইলাম—
তোমার স্বপ্নে আমার যন্ত্রণার ঠাঁই হয় কি না!
নির্দ্বিধায় শুধালাম—
তোমার ভালোবাসার ফিরতি নৌকায় আমায় নেবে কি না!
তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলাম—
আমার মৃত্যুর খবর
তোমার মনে কোনো অনুভূতি তৈরি করে কি না!

কী পেলে তুমি এসব করে?

তোমার উপেক্ষা।