ক্ষণিকের জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে
তুমি, ভুলবশত, আমার দিকে
হাত বাড়িয়ে দিলে।
একটুও দেরি না করে
ঔৎসুক্যের দৃষ্টিতে আমি
তোমার দিকে এগিয়ে এলাম!
আদুরে স্বভাবে, তুমি আমাকে—
তোমার বুকের মধ্যে মিশিয়ে নিলে।
তোমার স্পর্শে আমার ধীর স্পন্দন হঠাৎ— দিশেহারা গতিতে ছুটতে শুরু করল...
ক্রমেই নিরাসক্ত শরীরটাকে
টেনে নিলে তোমার খুউব কাছে—
ভ্রান্তিতে নয়, বরং স্বেচ্ছায় তোমার অস্তিত্বে
আমায় জুড়ে নিলে।
আমি যেন কোনো আগন্তুক নই—
তোমার নিঃশ্বাসের ভারটুকুও
আজ তুমি আমায় দিলে।