আজ নাহয় নিশ্চুপ থাকি,
কথা না বলে
তোমায়...
ছুঁয়ে যাবার তাড়ায় থাকি।
কিছু না হোক...
তোমায় দেখি,
বেঁচে থাকার শিল্প শিখি।
কিছু সময় যাক না ফাঁকি,
মুহূর্তগুলো আঁকড়ে রাখি...
তোমার হয়েই যে আমি আছি!
আজ নাহয় নিশ্চুপ থাকি,
কথা না বলে
তোমায়...
ছুঁয়ে যাবার তাড়ায় থাকি।
কিছু না হোক...
তোমায় দেখি,
বেঁচে থাকার শিল্প শিখি।
কিছু সময় যাক না ফাঁকি,
মুহূর্তগুলো আঁকড়ে রাখি...
তোমার হয়েই যে আমি আছি!