যেন সব কিছুই নিস্তব্ধ,
অনুভূতিরা নিশ্চুপ...
কোলাহলে পর্যবসিত।
তুমি জানো—
আমি আজ কেন এত নীরব?
তোমাকে ছুঁয়ে দেখছি না কেন?
না কি তুমি আমায় ছুঁয়ে দেখছ না?
সময় থমকে দাঁড়াল যেন...
আঁধারেও, তোমার চোখজুড়ে—
পরিপূর্ণ আবেগ।
মৃদু বাতাস বইছে...
দুয়ারে দাঁড়িয়ে থেকো না তুমি;
এসো, নিঃশব্দে মিশে থাকি।