না-ফেরার পথে




আমি মেনে নিয়েছি…আমরা দূরে সরে গেছি।

আমি বুঝতে পেরেছি, আমি তোকে পেছনে ফেলে অনেকটা দূরপথ পাড়ি দিয়ে ফেলেছি নিজের অজান্তেই; কিছুটা থমকে গেলেও, এর পুনরাবৃত্তি ঘটেনি।

যন্ত্রণায় পার হয়ে যাক সবটা, ভেবেছি। আবার, এমনও হতে পারে…তুই আমাকে মাঝপথে ফেলে…এগিয়ে গেছিস স্বাভাবিক গতিতে। ঘটেছে এর যে-কোনো একটা ঘটনা।

তবে, যা-ই ঘটে থাকুক—এই মুহূর্তে আমি ভীষণ শূন্য, একেবারে ফাঁকা লাগছে অনুভূতির ঘরটা।

আমি জানি, আমি কী করতে চাইছি! আরও স্পষ্ট করে বললে—আমি নিজেকে ঠিক এভাবেই প্রস্তুত করতে চেয়েছিলাম।

তুই কীভাবে যেন আমার অবচেতন মনে ঢুকে বসে আছিস; ওটা আমার যাত্রার সাথে সাংঘর্ষিক নয়। তবে, আমার সৃষ্টির জগতে তোর আসা-যাওয়া বিশেষভাবে গুরুত্ব পায়।

তোর সাথে আমার আজ দেখা হয়েছিল। অনেকটা সময় পর তোকে দেখেছি! গভীরভাবে স্পর্শ করতে চাইছিলাম…সম্ভব হয়নি।

আমাকে যেতে হবে। দুর্ভাগ্যবশত, আমাদের দেখা হয়েছিল। আমি তোকে নতুনত্বের খোঁজে হারাইনি, বিস্মিত দৃষ্টিতে তোকে কেবল উপলব্ধি করেছি মাত্র।

নিজেকে ভালো রাখিস।